This is a sequal of BANGLALINK (cell / mobile phone operator in BD) add !!!
based on three adds.
মেয়ে-- আবার কেন পিছে পিছে আসছ? তোমাকে না বলেছি আর কোনদিন আমার কাছে আসবে না!
ছেলে- প্লিজ একটু বোঝার চেস্টা কর,,,
মেয়ে- না, আমি তোমার কোন কথা শুনব না। কেন আমি তোমাকে বললাম না বাউলালিনক এর সিম টা কিনে দিতে । দিয়েছ কিনে? তুমি যদি ভালই বাসতে তবে অবশ্যই কিনে দিতে।
ছেলে-- প্লিজ একটু বোঝার চেস্টা কর,,,!! এত সিম নেয়া ভাল না। বারবার সেটে সিম বদলালে সেট টা নস্ট হতে পারে। আর ফোন তো আমি-ই তোমাকে করি.........
মেয়ে-- কি? কি বললে?? তুমি-ই ফোন কর? কি এত বড় অপমান!! জান ইমন আমাকে মিনিটে মিনিটে ফোন করে। আরও দামি সেট সহ একটা বাউলালিংক সিম দেবে। আর তুমি একটা মিসকল দিলে ঘন্টাখানেক পরে ফোন দাও । এই তোমার ভালবাসা.........
ছেলে- কি , ঐ ইমন কে পেয়ে আমাকে এখন ভুলে গেলে??এত দিনের ভালবাসার কোন দাম নেই?
মেয়ে-- কি? ভালবাসা? হিহঃ!! তোমার সাথে থাকলে বরং আমার মিনিটে ৭ টাকা খরচ। অথচ ইমন এর সাথে থাকলে আমি ইনকামিং এ বোনাস পাই। তুমি দাও এসব? আবার বড় বড় কথা! যাও সর আমার সামনে থেকে...
বেচারা ছেলে এবার সামনে থেকে সরে-ই যায়...:|
-----------------------------------------------------------
ছেলের আবার এর মধ্যে বন্ধুদের সাথে ক্ক্সবাজার যাবার কথা। কিন্তু মেয়ের শোকে ছেলে পাথর!!! মোবাইলে -র চার্য শেষ হয়ে গেছে, সেই খবরও থাকে না। এদিকে বন্ধুরা কমপক্ষে ১০০ বার ফোন দিছে... বন্ধ!! কত্ত প্লান করল যাবার, এখন ছেলের পাত্তা নাই!!! ওরে রেখেই বন্ধুরা রওয়ানা দেয় ক্ক্সবাজার............
------------------------------------------------------------
বেশ কদিন পর... ছেলে পড়াশোনা শেষ করে এখন সব যায়গায় সিভি দিয়ে আসে। কিন্তু কোন যায়গা থেকে-ই ডাকে না । ডাকবে কিভাবে, মেয়ে হারানোর শোকে ছেলে এতটা-ই পাথর যে, ভুল করে সিভি তে মেয়ের ফোন নাম্বার দিয়ে ফেলছে। মেয়ের তো মোবাইল বন্ধ!! এদিকে এক আবুল মার্কা কোম্পানী ছেলের সিভির দেয়া নাম্বারে ট্রাই করে করে পায় না। আবুল মার্কা কোম্পানী তে একমাত্র ঐ ছেলে-ই সিভি দিছে।
একদিন ছেলে এক মামুর সন্ধান পায়। যার মাধ্যমে , ছেলে একটা ভালই চাকরী পায়। অফিস থেকে কর্পোরেট সিম-ও পায়। এতদিনের ব্যবহার করা সিমটা বন্ধ করে-ই দিতে হয়। দুইটা ফোন নিয়েতো আর ঘোরা স্বস্তিকর না।
------------------------------------------------------------------
আবার মেয়ের কথায় আসি...
ইমন এর সাথে প্রেমের একপর্যায়ে মেয়ে জানতে পারে, লোভী ইমন মোনালিসাকেও সেট সহ সীম দিয়েছে। তার সাথে-ও ইমনের দেশব্যাপি রঙিলা কঠিন প্রেম।
এদিকে মেয়ের কানে খবর আসে, ছেলের খুব ভালো চাকরীর কথা। --------
এইবার মেয়ে একটা কমলা রং এর ড্রেস পরে, কঠিন কান্না কান্না ভাব করে ছেলের নাম্বারে ফোন দেয়.............
কিন্তু ছেলের নাম্বার তো বন্ধ!!!
মেয়ে -র আকুতি , প্লিজ সিমটা চালু কর। প্রতিদিন কতবার ফোন দেই
(এই সিনেমার প্রতিটি চরিত্র কাল্পনিক। কারোর সাথে মিলে গেলে তারে এই সিনেমায় অভিনয় করার প্রস্তাব দেয়া হচ্ছে:P)
No comments:
Post a Comment