Content from Google

Monday, December 13, 2010

Rangamati tour -- some snaps

Last month I went to Rangamati and took some snaps with my Sony DSC w130. My target was to shoot some pictures so that my camera get healthy exercise:P . Me along with azam ride on a rangamati Bus from Chittagong oxygen. it took 80tk each and 2.2hr to reach at rangamati. enjoyed the ride because of high hill ups and down road and felling somehow like a roller coaster.

The town is unlike with other town in Bangladesh because of no rickshaw present here. beby taxies are there for make u move. we went to rangamati tourism complex and started to taking snaps....

Here are some of that






















See this on flicr( with good quality) - http://www.flickr.com/photos/33252997@N05/

Saturday, November 20, 2010

Rangamati Pictures...


I went to a sudden tour to Rangamati, Bangladesh. Take some snaps from there. some r uploaded in my Flicr account and some are in my Facebook account.

If u feel interest please go to my flicr account to see the rangamati, bangladesh pictures-
http://www.flickr.com/photos/33252997@N05/sets/72157625372606934/

Rangamati - is a natural beauty place in Bangladesh. its in the region of Bangladesh Ends Hill tracts region. see more http://en.wikipedia.org/wiki/Rangamati_Hill_District

My previous post - http://ddighol.blogspot.com/2009/01/rangamati-from-net.html

Hope u will find more enjoyable memory to earn by visiting there.

Best of luck. Dont forget to leave ur comment.

bookmark sites- "delicious"

Hi, After a long time I am back. More of the net user now using some bookmark sites around the web world. I am not out of them. I am using 'delicious', my account link is-- http://www.delicious.com/sishibly
i am using this for my backup bookmark on the go.
I am happy to use it.
Because I can manage and edit after adding this bookmark. Not finished yet. I can hide public option so that I can hide my personal bookmark site which I dont want to share. It also shows how many people bookmark the page as their bookmark.

Why not u r trying today?

Saturday, January 09, 2010

Bangla Books sites--- now

I got a link today for bangla book downlonad

http://freebooks.50webs.com/

i prefer for book download

1. doridro.com
2. murchona.com
3. polapain.com

etc

there are many sites for bangla books.

I got another link for ''''' Masud Rana'''' lover....

here is the link
this site has some masud rana book link. but those books are taken by image shot, so that u may not get the taste of Masud rana flovour,

best of luck guyz.
http://www.scribd.com/groups/view/1619-masud-rana-kazi-anwar-hossain

movie and movie....

some movie download link site----


1:::most of the time i use it for its low size movie file
http://www.moviesmobile.net/ -for hindi and English movie. format .avi

2. another site for good quality large movie file
http://www.stagevu.com/

3. i like this site, but sometimes they show msg that u cant see this page from ur region-
http://www.tinymkv.com/

4. very good site, but somtime part broken file found!!! :(
http://yourpcmovies.blogspot.com/

5. carry on with ur ur speed - how much u can download. lets see---
http://oneclickmoviez.com/

6. bangladeshi forum site- for all usr needs
http://www.amaderforum.com/

7. see
http://www.movplus.com/

8. another one
http://themoviedownloads.com/


this not tha end, its continues process to add movie sites. plz help me to know if u have any other site address....


i am waiting :)
to wathc movie cinema...etc

How to get driving licence in BD...

an experienced blogger form samu blog written his experience , how he got his driving licence in bangladesh. it was written in bangla format.
here i copy paste the main post

link::::-- http://www.somewhereinblog.net/blog/mesbah_aajadblog/28995890

প্রথম পর্ব
শিক্ষানবীশ ফর্ম মিরপুর বিআরটিএ থেকে সংগ্রহ করতে হবে। ওদের অফিসে আপনি পাবেন না। নিতে হবে দালালের কাছ থেকে। সে জন্য আপনাকে ১০/২০ টাকা খরচ করতে হবে। তারপর সেই ফর্ম পূরণ করে তার সাথে ভোটার / ন্যাশনাল আইডি কার্ড, কমিশনার সনদপত্রের সত্যায়িত কপি এবং দুই কপি স্ট্যাম্প সাইজ ছবি এবং ৫০০ টাকা ফিসহ জমা দিতে হবে। ভাগ্য ভালো হলে ২/৩ দিনের মধ্যে শিক্ষানবীশ কার্ড পেয়ে যাবেন। ৩ বার যাওয়া-আসা, ফিসহ অন্যান্য খরচের পরিমান : ৮০০ টাকা।

দ্বিতীয় পর্ব
মাসখানেক বাদে ওদের দেয়া তারিখ অনুযায়ী আপনাকে জুরাইনের চীন মৈত্রী সেতু পার হয়ে কেরানীগঞ্জের ইকুরিয়া বিআরটিএ অফিসে যেতে হবে লিখিত এবং মৌখিক পরীক্ষা দেবার জন্য। সকাল নয়টার পরীক্ষা শুরু হবে দশটায়। দেরীতে শুরু করলেও মাত্র পনের মিনিটে শেষ হবে লিখিত পরীক্ষা। এরপর ১২ টা থেকে ১ টা পর্যন্ত বসে থাকতে হবে আপনাকে রেজাল্টের জন্য। ভালো পরীক্ষা দিলে আপনি পাশ করবেন এবং মৌখিক পরীক্ষার জন্য ডাক পড়বে আপনার। সেখানেও যদি পাশ করেন, তবে ৩ টার পর আপনাকে ব্যবহারিক পরীক্ষায় অবতীর্ন হতে হবে। গাড়ী স্টার্ট করে এদিক সেদিক সামান্য চালাতে পারলেই আপনি পাশ। এদিনে ওরা আপনার শিক্ষানবীশ কার্ডটা রেখে দেবেন। এতসব পরীক্ষা দিতে যেয়ে সারাদিন আপনার শেষ। ইকুরিয়াতে যাওয়া এবং আসা আর সারাদিনে খাবার দাবার মিলিয়ে আপনার এবারের খরচ পড়বে: ৩০০ টাকারও বেশি।

তৃতীয় পর্ব
১৫ দিন পর শিক্ষানবীশ কার্ডটি সংগ্রহ করতে আপনাকে মিরপুর বিআরটিএ যেতে হবে। এরপর নির্ধারিত তারিখে দ্বিতীয়বারের মতো আপনাকে যেতে হবে কেরানীগঞ্জে। যাবার পর এটা সেটা আজাইরা প্রশ্ন করবে আপনাকে। আসলে আপনার উপস্থিতি নিশ্চিত হয়ে নেবেন তারা। সেদিনও সারাদিন আপনার শেষ...। আজকের খরচ : ৩০০ টাকা

চতুর্থ পর্ব
আবার ১৫ দিন পর আপনি মিরপুর অফিসে যাবেন। শিক্ষানবীশ কার্ডটি সংগ্রহ করবেন। ৪ পৃষ্ঠার একটা সবুজ ফর্ম আর দুটো সাদা রংয়ের বিআরটিএর ডিএল (ড্রাইভিং লাইসেন্স) ফর্ম যা অফিসে পাবেন না। আপনাকে ১০ টাকা দিয়ে কিনতে হবে। সবুজটি ফ্রি। এ ৩টি ফর্ম পূরণ করে এর সাথে যা যা দিতে হবে :
১. ৩ কপি পাসপোর্ট সাইজ ছবি
২. ২ কপি স্ট্যাম্প সাইজ ছবি
৩. কমিশনারের নাগরিকত্ব সনদপত্র
৪. ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি
৫. মাধ্যমিক পরীক্ষার সনদপত্রের সত্যায়িত ফটোকপি
৬. শিক্ষানবীশ কার্ড

এতোসব কাগজ পত্র যোগাড় করেছেন ? খুশী হবার মতো কিছু ঘটেনি। কাউন্টারে জমা দিতে যাবেন ? ঘড়ির দিকে তাকান ! ১ টা বেজে গেছে ! স্যরি, আজ আর জমা নেয়া যাবে না। কাল আসুন। খরচ হলো : ২০০ টাকা।

পঞ্চম পর্ব
সকাল সকাল মিরপুরের বিআরটিএ অফিসে গেলেন। প্রতিজ্ঞা করেছেন, আজ ফর্ম জমা দিবেনই...। সব কাগজসহ জমা দিলেন। কাউন্টার থেকে আপনাকে টাকা জমা দেবার চালান দেবে। একটু দুরেই ডাকঘর। সেখানে যেয়ে ঠেলাঠেলি করে ২ হাজার টাকা জমা দিলেন। জমার রশিদ পেতে আরো ৩০ মিনিট দাঁড়িয়ে থাকতে হবে। এরমধ্যে দেখবেন, আপনার পাশ থেকে কতোজন আলম ভাই, আলম ভাই বলে ওপাশের কাউন্টারের ভদ্রলোকের কাছে টাকা জমা দিয়ে রশিদ নিয়ে গেছে। ওপাশের আলম ভাইয়ের সাথে ওদের একটা বুঝাপড়া আছে আগে থেকেই...। তো জমার রশিদ নিয়ে আবার সকল কাগজ জমা দিতে এলন ৭ নং কাইন্টারে। ওপাশের অন্য এক আলম ভাই সব দেখেবে গম্ভীর হয়ে। তারপর বলবেন: শিক্ষানবীশ কার্ডটির ৩ টি, টাকা জমার ৩ টি মোট ৬টি ফটোকপি লাগবে। ফটোকপি মেশিন কোথায় ? গেইটের বাইরে। দৌড়ালেন আপনি। ফটোকপিও করলেন। টাকা দিতে যেয়ে আপনার আক্কেল গুড়–ম! ৬ টি ফটোকপি মাত্র ৩০ টাকা। কেনো ? কারণ, বিদ্যুৎ নেই। জেনারেটরের সাহায্যে ফটোকপি করতে হয়েছে। অতি কৌতুহলী হয়ে আপনি হয়তো জানতে চাইলেন, যখোন বিদ্যুৎ থাকে। ফটোকপি মেশিনের ওপাশের ভদ্রলোক হেসে বলবেন- বিদ্যুৎ এখানে প্রায়ই থাকে না..। এরপর জমা দিলেন সব কাগজ। আপনাকে ৩টি কাগজ ফেরত দেবে- যা দেখিয়ে লাইসেন্স সঙগ্রহ করতে হবে। আপনার আজকের খরচ : ২৩০০ টাকা। ভাবছেন, লাইসেন্স পেয়ে গেলেন ? জ্বী না মশাই ! আপনাকে কম করে ৪ টি মাস অপেক্ষা করতে হবে লাইসেন্সের জন্য। যেমন আজ থেকে আমি অপেক্ষা করছি...

_____________________________________
actually this post is essential to me. so that i put it in my site. i have no authentication from the original writer.
But i hope he will not mind.

Pages